শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:
আমার সাবেক নাম মোছাইওয়াং মার্মা, পিতা-মংহ্লাচিং মার্মা,মাতা-পাইক্রাথুই মার্মা,সাং-আংডং পাড়া,৬নং ওয়ার্ড,গজালিয়া ইউপি,উপজেলা/থানা লামা,জেলা-পার্বত্য বান্দরবান।বর্তমানে-বিছামারা,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন, উপজেলা থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-পার্বত্য বান্দরবান।
আমি একজন সাবালিকা সুস্থ্য মস্তিষ্কের মহিলা হই। দেশের প্রচলিত আইনকানুন সম্পর্কে বোঝার যথেষ্ট জ্ঞান-বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার আমার রয়েছে। আমি পবিত্র কোরআন মাজিদ ও হাদিস শরীফ তথা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া, কারো বিনা প্ররোচনায় ০৭/১১/ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে নোটারী পাবলিকের কার্যালয় কক্সবাজারে স্বশরীরে হাজির হইয়া হলফ নামা সম্পাদনের মাধ্যমে( যার, রেজি:নং-৬৪০) পুর্বের বৌদ্ধ ধর্ম ত্যাগ করে একজন আলেমেদ্ধোনের মাধ্যমে পবিত্র কলেমা উচ্চারণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম।সেদিন থেকে পুর্বের মোছাইংওয়াং মার্মা ত্যাগ করে ফাতেমা বেগম নাম ধারণ করিলাম।আমি বর্তমানে আব্দুল মাজেদ ও কুলসুমা বেগমের জিম্মায় রয়েছি। পরবর্তি সর্বক্ষেত্রে তারাই আমার পিতা-মাতা হিসেবে গণ্য হইবেন এবং আমিও ইসলামী শরীয়াহ মতে জীবনযাপনের অঙ্গিকারাবদ্ধ থেকে ফাতেমা বেগম হিসেবে পরিচয় দিতে বাধ্য থাকিলাম।
এ ক্ষেত্রে আমি মুসলিম সমাজ সহ রাষ্ট্রের সর্ব শ্রেণীপেশার মানুষের অসাম্প্রদায়িক চেতনায় সহযোগিতা কামনা করছি। নিবেদক:ফাতেমা বেগম,বিছামারা,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
Leave a Reply