ভ্রাম্যমাণ প্রতিবেদক: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ার ইনানী রেঞ্জের অধীনস্থ জালিয়াপালং ও রাজাপালং বিটের বনভুমি দখল করে স্থাপনা নির্মাণকালে দু’টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে বনকর্মীরা।
৯ এপ্রিল দুপুরে ইনানী রেঞ্জ কড়মকর্তা ফিরোজ আল আমিনের নেতৃত্বে জালিয়াপালং বিটের সোনাইছড়ির গাবতলী ও রাজাপালং বিটের জায়গায় খামার ঘর ও দোকানঘর নির্মাণ কালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাজাপালং ও জালিয়াপালং বিট কর্মকর্তারা সাথে ছিলেন। এহেন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান।
Leave a Reply