চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ (সোমবার ) বিকাল ৪ টায় পতেঙ্গার এমদাদ মিয়ার গলির স্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সভাপতিত্বে এবং সচিব জাকির হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারী মো.কবির হোসেন। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির কো-চেয়ারম্যান ওমর ফারুক ভুঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক রিমন মিয়া, সহ তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমেদ, কার্যকরি সদস্য,সুজন মিয়া, নাঈম মিয়াসহ কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৪ মার্চ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি।
চট্টগ্রাম বিভাগীয় নবাগত কমিটির তালিকা ১০ মার্চ সকালে চট্টগ্রাম জেলা প্রসাশক,পুলিশ সুপার, র্যাব সেভেন ও ইপিজেড থানা, পতেঙ্গা থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। বক্তারা আরও বলেন, দেশে একের পর এক শিশু নির্যাতন থেকে শুরু করে খুন,ধর্ষণ, চুরি, ডাকাতি, অপহরণের মত ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ একদিকে যেমন নিরাপত্তা হীনতায় ভুগছে অন্যদিকে উদ্বিগ্ন।
Leave a Reply