পতেঙ্গায় মানবাধিকার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ক্রাইম সেক্রেটারী মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে স্টিল মিল বাজার সংলগ্ন কে-ইপিজেড গেইস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের সম্মান জানানো হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বলেন,নতুন বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে সমাজের পরিবর্তনে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগের সচিব জাকির হাসান, মা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারভীন আক্তার, যুগ্ম সচিব আকবর হোসাইন, সানী,মো.তারেক, আহমদ, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, গোলাম রাসেল, মো.তানভীর, সবুজ শেখ প্রমুখ।