রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছার >>> জাঁকজমকপূর্ণ ও অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুর জেলা সমিতি ইউএসের নবগঠিত কার্যকরি কমিটির অভিষেক ১০২৫-২০২৬.গত পহেলা ডিসেম্বর,নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্রর ৭৪,স্টেটে অবস্থিত আভিজাত্য সানাই রেস্টুরেন্টে ও পার্টি হলে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সমিতি ইউএসের সভাপতি জিয়াউর রহমান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাসেল আকন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুরের বিশিষ্ট সাংবাদিক মাদারীপুর জেলা সমিতি ইউএসের সমন্বয়ক এ এস এম গোলাম মাওলা আকন্দ, মাদারীপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও মাদারীপুর জেলা সমিতি ইউএসের সমন্বয়ক নাহিদ হাওলাদার,সমন্বয়ক আব্দুল হাই হাওলাদার,উপদেষ্টা এ্যাড শহীদ আকতার।এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করেন সংগঠনের সহ সভাপতি,যুগ্ম সম্পাদক,সাংগঠনিক সম্পাদক,সম্পাদক মন্ডলি,সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেত্রী বৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রবাসী বাংলাদেশীরা। এতে প্রবাসে বংশোদ্ভূত নতুন প্রজন্মের শিশু সহ প্রবাসী ফ্যামেলিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।অনুষ্ঠানে ছিলো আলোচনা সভা,শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।প্রবাসের মাটিতে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে কাজ করার শপথের মাধ্যমে শেষ হয় মাদারীপুর জেলা সমিতি ইউএসের অভিষেকের আয়োজন।শেষে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শতশত দর্শকের মন মাতান স্থানীয় শিল্পীরা।এমন আয়োজনে বাংলাদেশীদের মিলন মেলার মাধ্যমে প্রবাসে যান্ত্রিক জীবনে কিছু টা হলেও বাংলাদেশের মতোই বিনোদন ও স্বস্তি অনুভব করছেন প্রবাসীরা এমনটি প্রত্যাশা সবার।