আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ-বিএনপি প্রসঙ্গে তর্ক, মহেশখালীতে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা


শ.ম.গফুর: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্কে রশিদ আহমদ (৫০) নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উত্তর নলবিলা দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি কায়সার হামিদ জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের সঙ্গে নিহত বিএনপি কর্মী রশিদ আহমদের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যাযে তা ঝগড়ায় রূপ নেয় এবং তারা হাতহাতিতে জড়িয়ে পড়ে। পরে অমিতের ভাই কামরুল হাসান ওরফে রোমা ও আরেক ভাই হেলাল উদ্দিন এসে তিনজন মিলে রশিদ আহমদকে লাঠি দিয়ে বেড়ধক পিটায় ও ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হলে রশিদ আহমদকে প্রথমে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে মারা যান তিনি। তিনি আরও জানান, এ ঘটনায় কামরুল হাসান ওরফে রোমাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর