আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসামি ধরতে গিয়ে পাওয়া গেল অস্ত্র, রাউজানে গ্রেপ্তার ১


রাউজানে মোহাম্মদ ইলিয়াস (৩৮) নামে এক হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পাওয়া গেছে অস্ত্র। পুলিশ বলছে, তার বিরুদ্ধে আগেও রয়েছে অস্ত্রসহ তিনটি মামলা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌণে ২টায় হলদিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের হযরত আলী হোসেন শাহ তিন মোড় সড়কের দক্ষিণ পার্শ্বে নজিরের বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারন। পূর্বকোণকে তিনি বলেন, নজিরের বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এলজি (সচল), এক রাউন্ড কার্তুজ।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর