আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ’লীগ দোসররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: এড.আবুল কালাম


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখায় পেশাজীবি, যুব ও মিডিয়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সম্মেলন-২৪ সম্পন্ন হয়েছে।

১৯ অক্টোবর(শনিবার)সকাল ৯টা থেকে উপজেলা রেস্ট হাউজে যুব বিভাগের সেক্রেটারী আয়ুব আনসারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সোলতান’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট মোঃ আবুল কালাম।

নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিনের দারসুল কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বান্দরবান জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি হামেদ হাসান।আরো বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ওমর ফারুক সিরাজী, সেক্রেটারী আবু নাসের, সহ-সেক্রেটারি হামিদুল হক, বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমদ,সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গফুর, সদর ইউনিয়ন উলামা- মশায়েখ পরিষদ সভাপতি মাওলানা ফরিদুল আলম, মিডিয়া বিভাগের উপজেলা সভাপতি মাহমুদুল হক বাহাদুর,যুব বিভাগের উপজেলা সভাপতি কামরুল আমিন, উপজেলা পেশাজীবী পরিষদ সেক্রেটারী ডাঃ মোহাম্মদ নুর, উপজেলা ব্যবসায়ী পরিষদ সভাপতি জাকের আহমদ, সেক্রেটারী আজিজুল হক প্রমুখ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. মো:আবুল কালাম বলেন, গত ১৬ বছর স্বেরাচার আওয়ামী সরকার অত্যাচার, নির্যাতনের মাধ্যমে জনগণের বাক স্বাধীনতা হরণ করেছিল। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও বিরোধীদলের নেতাকর্মীদের খুন,গুম,জেল-জুলুম, হামলা-মামলা করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সময় এসেছে দেশকে নতুনভাবে পুনরুজ্জীবিত করে জাতী-ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার।

সভাপতির বক্তব্যে উপজেলা পেশাজীবি পরিষদ সভাপতি হাফেজ আবু সোলতান বলেন, দেশব্যাপী ইসলামী বিপ্লবের যে নব-জাগরণ সৃষ্টি হয়েছে, তাতে প্রমাণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের, সকল বর্ণের, সকল ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করছে। জামায়াতে ইসলামীর প্রতিটি পদক্ষেপ ইনসাফ ভিত্তিক ও মানবজাতীর জন্য কল্যাণকর।সম্মেলনে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম।

আলোচনা সভা পরবর্তী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন পেশাজীবি পরিষদের উপজেলা সভাপতি আবু সোলতান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর