আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরব আমিরাতে বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন


পরিশ্রমের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে ও উন্নয়নে অনেকে অবদান রেখে যাচ্ছেন মন্তব্য করে বরকল ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরী বলেন,রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্ট হয়রানী বন্ধ করে বিশেষ সেবা চালু করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বরকল ইউপি সকল প্রবাসীদের সুখে দু:খে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকলের সমন্বয়ে এলাকার উন্নয়ন কাজ পরিচালনা করবেন। এলাকায় চুরি, ডাকাতী ও মাদক সেবন বন্ধে কঠোর সিকিউরিটি ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নির্বাচনী ইশতেহারের কার্যক্রম সম্পন্ন করবেন।

সোমবার ২৭ জুন রাত ১০ টায় আরব আমিরাতের শারজাহ বাঙ্গালী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনদ্দিন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ ৪ নং বরকল ইউপি নব নির্বাচিত সংবর্ধিত চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আলী আকবর, অনুষ্ঠান সভাপতিত্ব করেন উদ্যোক্তা মুহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম খোকন,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সালামত উল্লাহ চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দীন কায়েছ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরওয়ার, বরকল প্রবাসী ফোরামের সহ-সভাপতি আব্দুল জবার চৌধুরী,প্রবাসী বিষয়ক সম্পাদক মো: আলী আব্বাস, যুগ্ন-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী,প্রচার সম্পাদক আবদুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, যুগ্ন-প্রচার সম্পাদক মোঃসরোয়ার ভূঁইয়া, সিনিয়র সদস্য মোহাম্মদ ইউসুফ, আব্দুল গনি, মোহাম্মদ আলী আজগর, মকসুদুর রহমান,মোহাম্মদ ফারুক,মোহাম্মদ জাবেদ, এস এম রানা, ফরিদুল আলম, মোহাম্মদ সেলিম।
সর্বশেষ কেক কাটার মাধ্যমে সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান খাবার আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর