নিজস্ব প্রতিবেদন >>> বগুড়া রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) বগুড়া জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৬ মার্চ ২০২৫, বুধবার, জলেশ্বরীতলা পৌরসভা লেন, বগুড়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুর রশীদ তালুকদার শাইন, সদস্য, সাংবাদিক ইউনিয়ন বগুড়া এবং সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা।এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সদস্য আখতারি রহমান, মো: শামীমুল ইসলাম বাবু, মনিরা জাহান খান, সেকান্দার আলী বাদশা, মো: লতিফুর রহমান লতিফ, আব্দুর রহমান আপেল, এনামুল হক সরকার, আরমান হোসেন ডলার, জয়দেব কুমার দাস (জয়), এস এম জয়, মির্জা সাঈদ বেগ, তানসেন আলি মন্টু, সাদিকুর রহমান সাদিক, এম এ শাহিন, সাদিকুল ইসলাম, মো: সেলিম, রাসেল আহম্মেদ, রিপন মিয়া প্রমুখ।অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও রমজানের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির উন্নতি, কল্যাণ এবং শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।আরজেএফ বগুড়ার এ মহতী আয়োজন প্রশংসিত হয় এবং উপস্থিত অতিথিরা এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
Leave a Reply