আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদের সাংগঠনিক কর্মকান্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে: মুজিবুর রহমান


মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, আমাদের সাংগঠনিক কর্মকান্ড ও লক্ষ্য আগামী নির্বাচনের দিকে। এটাই গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অধিকার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নেবে। সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি। দলে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা নেতাকর্মীদের মাঝে পৌঁছে দিতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর ২ নাম্বার ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. ইলিয়াছের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম. নেওয়াজ হোসাইন নিষাদের সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. শফি প্রধান বক্তা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক প্রধান আলোচক এবং চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ছাত্র নেতা ছরওয়ার কামাল লিটন গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন বিএনপি নেতা মাষ্টার শেখ আহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমরান, শেখ মোহাম্মদ সাহেদ হোসেন যুবদল নেতা সাতকানিয়া উপজেলা ,সহ-প্রচার সম্পাদক মো. সোলাইমান বাবুল, সাতকানিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. নুরুন্নবী, সাতকানিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো. ইলিয়াছ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক রাজীব, সাতকানিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান, সদর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক জহির উদ্দিন, সাতকানিয়া যুবদল নেতা নাছির উদ্দিন চৌধুরী, যুবদল নেতা আওরংগজেব ডালিম, করইয়া নগর ১ নাম্বার ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম, সাবেক মেম্বার ফরিদুল আলম,যুবদল নেতা ছবুর সাঈম, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মো. ফোরকান ও শহীদ জিয়া পরিষদ ঠাকুরদিঘী বাজারের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার যুবদল নেতা আব্দুল্লাহ ,কৃষক নেতা মাসুম সহ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাশেদ, করিম , আব্বাছ উদ্দিন জুয়েল, আব্বাছ, কামাল ভূট্টো, ইদ্রিছ, খানে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম রিয়াজ,আব্দুর রহিম মাহী , হুমায়ন, কাইছার, এমরান, রুবেল, আলমগীর, আবসার, সাইফুল ইসলাম, মহিউদ্দিন ও রাফি ছাত্রদল নেতা সাঈদ সহ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর