বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দিনব্যাপী ভিন্নধর্মী এক ভ্যালেন্টাইনস ডে পালন করল জনপ্রিয় সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য। ১৩ ফেব্রুয়ারি রবিবার চট্টগ্রাম মহানগরীর সিআরবি এলাকায় রোটারী স্কুলে পথের ভালোবাসা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর্বার তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, ভালোবাসা কখনও শ্রেণিভিত্তিক হতে পারে না। ভালোবাসার কোন নির্দিষ্ট সীমারেখা থাকতে পারে না। সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। 'পথের ভালোবাসা' শুধু দূর্বার তারুণ্য নয়, ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সেই কামনাই করি। সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু আবিদ বলেন, আমাদের এই অনুষ্ঠানের মূল থিম, মানুষের মানসিকতার পরিবর্তন।ভালোবাসা হতে পারে পরিবার, বন্ধু-বান্ধব কিংবা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতিও। রোজ ডে'তে প্রায় ৫ শতাধিক রেল স্টেশনের শিশুদের ফুল উপহার দেয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দিনব্যাপী প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খেলাধুলার আয়োজন করে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কেক কেটে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ফরহাদ আব্দুল্লাহ, আবু নাছের জুয়েল, দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, রোটারী স্কুলের উপদেষ্টা মোঃ সিনান ও সভাপতি মোঃ সাহাদাৎ, রবিউল হাসান, নাজমুল হুদা, হৃদয় মল্লিক, রবিউল হাসান, রেহনুমা আইরিন মমসহ দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ।