আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নাইক্ষ্যংছড়িতে হাজ্বী এম. এ. কালাম সরকারি কলেজে’র সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় নাইক্ষ্যংছড়ি’র হাজ্বী এম. এ. কালাম সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজে’র সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ মিনহাজ ও ছাত্রনেতা মাহাবুব আলম প্রমূখ।
Leave a Reply