আজ ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন


বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরী চট্টগ্রাম এর একটি অভিজাত রেস্তোরায় আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি, ও মানবাধিকারকর্মী নরেন সাহার সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি,এম, সাইদুর রহমান মিন্টুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক সংগঠনের সি. উপদেষ্টা মো.আব্দুল নূর, সংবর্ধিত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও আন্তর্জাতিক বিশ্বতানের মহাসচিব শ্রী দীপক কুমার পালিত।

প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন ড.মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, প্রধান বক্তা ছিলেন সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, আবৃত্তিকার দেবাশীষ্ রুদ্র, আবৃত্তিকার সেলিম ভুঁইয়া,অভিনেতা ইফরাদ আবেদ, আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন আসিফ গনী।

আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সালমানের কাছ থেকে আন্তর্জাতিক বিশ্বতানের আইডি ও ভিজিটিং কার্ড ও উপহার গ্রহণ করেন সংগঠনের অ্যাম্বাসেডর ড. সাজ্জাত হোসেন,পার্বত্য উপদেষ্টা চাইথোয়াইমং মারমা, স্বপন তালুকদার, টিটন দাশ, প্রকৌশলী রুবেল দাশ শিমুল দাশ(উপদেষ্টা), অপর্ণা রায় চৌধুরী (সাধারণ সম্পাদক) ,ফারহানা আফরোজ (সহ-সভাপতি), নিভু সেন (সাংগঠনিক সম্পাদক), সুপ্রিয়া দাশ (সহ-সাংগঠনিক সম্পাদক), রুনা বড়ুয়া, আলেয়া বড়ুয়া, দীপা গোমেজ সহ আন্তর্জাতিক বিশ্বতানের নারী শক্তি প্রমুখ।

বক্তারা বলেন, রহমত,মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের মাঝে আসে। রমজান এমন একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস, যাতে রাব্বে কারিমের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হয়।

বক্তারা আরো বলেন,আন্তর্জাতিক বিশ্বতান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই সংগঠন সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করছে। সকল মতের সকল ধর্মের, সকল মানুষের ভালোবাসায় এই সংগঠন আগামীতে সুষ্ঠ সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে।

এই ছাড়া ও ইফতার মাহফিলে ইফতার মাহফিলে মোনাজাত করেন হুজুর আব্দুর শুক্কুর। তাহসীনুল কুরআন মাদরাসার অর্ধশতাধিক এতিম,কোরানে হাফেজগণ অংশগ্রহন করেন। সভাপতি এই সুন্দর আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা জন্য সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর