আজ ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক বিশ্বতান’র আয়োজনে শিক্ষাসামগ্রী বিতরণ সম্পন্ন


অনলাইন ডেস্ক:

আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক বিশ্বতান’র আয়োজনে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিশ্বতান’র প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার সভাপতিত্বে ও রুনা বড়ুয়ার সঞ্চালনায় শনিবার (১ মার্চ) সদরঘাটস্থ চট্টগ্রাম স্কলার্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ও সংবর্ধিত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি দীপক কুমার পালিত।

প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন সংগঠক অধ্যাপক শিপুল কুমার দে।আলোচক ছিলেন দৈনিক ইনফো বাংলার সাংবাদিক লায়ন রিমন মুহুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিভু সেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুপ্রিয়া দাশ, দপ্তর সম্পাদক ডেজী দাশ, সহ-দপ্তর সম্পাদক অপি পাল, সাংস্কৃতিক সম্পাদক পিংকি ধর, জনার্দ্দন ভট্টাচার্য, সদস্য চৈতী দাশ, শাপলা, রিংকু দাশ, তৃষ্টি, শিক্ষিকা লিপিকা ভট্টাচার্য ও মঞ্জুশ্রী ঘোষ প্রমুখ।

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। একটি জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। একবিংশ শতাব্দীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো জ্ঞান। বক্তারা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান জানান।

সবশেষে অতিথিগণ স্কুল-কলেজ পড়ুয়া শতাধিক শিক্ষার্থীদের মাঝে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের পক্ষ হতে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর