আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক হলেন চাটগাঁর সংবাদ প্রতিনিধি

আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক হলেন চাটগাঁর সংবাদ প্রতিনিধি


আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারা উপজেলায় সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, উন্নয়ন ও ঐক্যবদ্ধ কর্মকান্ড পরিচালনার লক্ষে ‘আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক পূর্বদেশ ও আমার দেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর সভাপতি ও সিপ্লাস টিভির আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার কালাবিবির দীঘির মোড়ের অস্থায়ী কার্যালয়ে আনোয়ারা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এইচ এম মহিউদ্দিন মনজুর (সকালের সময় ও বাংলাধারা), যুগ্ন সাধারণ সম্পাদক মো. আরাফাত (দৈনিক ঢাকা প্রতিদিন ), সাংগঠনিক সম্পাদক মো. হিজবুল্লাহ সোহেল (দৈনিক আজাদী মাল্টিমিডিয়া ও বিজয় টিভি), অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন (আজকের দর্পন ও চাটগাঁর সংবাদ), প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম, (দৈনিক সময়ের কাগজ), দপ্তর সম্পাদক মো. আতিকুল হা-মীম (সিএইচডিনিউজ-২৪ ), সদস্য শাহরিয়ার ইমন ( দৈনিক আলোকিত বাংলাদেশ), এম এ আজিজ (ঢাকা পোস্ট) ও মো. নুরুল করিম, (দৈনিক আমাদের নতুন সময়)।

নবনির্বাচিত সভাপতি খালেদ মনছুর বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকেরা অবহেলিত ও অবমুল্যায়িত। দক্ষ নেতৃত্বের অভাব, ফ্যাসিস্ট সরকারের লেজুড়বৃত্তি ও অনৈক্যের কারণে সুযোগ থাকা সত্ত্বেও তাদের কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়। আজকে তরুন সাংবাদিকদের প্লাটফর্ম “আনোয়ারা রিপোর্টার্স ইউনিটি” সাংবাদিকদের ঐক্য নিশ্চিত করাসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।.

আরো পড়ুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর