আনোয়ারা প্রতিনিধি: আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ আলী রজা (রহঃ) ট্রাষ্ট পরিচালনাধীন ওষখাইন শাহ আলী রজা (রহঃ) আলিম মাদরাসা,শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রহঃ) হেফজখানা,শাহ রশিদ আহমদ মিয়া (রহঃ) শিশু একাডেমির সালানা জলসা ও আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:)এর পীর মুর্শিদ হযরত শাহ কেয়াম উদ্দিন আউলিয়া (রহঃ) এর বার্ষিক ওরশ শরিফ আগামীকাল ১৪ই এপ্রিল সোমবার সকাল ১০টায় মাদ্রাসার ময়দানে ওষখাইন আলী নগর দরবার শরীফের বড় মিয়া রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত শাহ সুফি ইলিয়াছ রজা (মঃজিঃআঃ) ছদারতে অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া, প্রধান ওয়ায়েজিন হিসেবে বেলা ১১টায় তকরির করবেন হযরত মাওলানা আহমদুল হক মাইজভান্ডারি,বিশেষ বক্তা হিসেবে তকরির করবেন হযরত মাওলানা আবুল মুনছুর রেজভীসহ দেশ বরেণ্য প্রখ্যাত আলেম ওলামাগণ।
সভায় সর্বস্তরের জনসাধারণের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসার সহকারী-পরিচালক শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া।
Leave a Reply