আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় একটি সিএনজি অটোরিকশাসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা মিনু মেম্বারের বাড়ির সামনে সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। অপরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকা মৃত শফিকুল আলমের ছেলে মো. তসলিম (৩৮), শিকলবাহা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. নুরুউদ্দিন (৩২), পটিয়া উপজেলার জিরি এলাকার মো. আব্দুর শুক্কুরের ছেলে মো. আবদুর রহিম (৩০) ও বরগুনা জেলার লনটোনা এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নয়ন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরাসহ আরও ১০ থেকে ১২ জন লোক একটি প্রাইভেট হাইচ ও সিএনজি অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিলো বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সিএনজি অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় হাইচ নিয়ে বাকিরা পালিয়ে যায়। পরে সিএনজি অটোরিকশাসহ আটককৃতদের তল্লাশি করে ডাকাতির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
Leave a Reply