আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় যুবকের আত্মহত্যা


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. রফিক (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি স্থানীয় খায়ের আহমদের ছেলে। তাঁর স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। রফিক একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন। পরিবারে মা, বাবা ও তিন ভাই থাকলেও সবাই আলাদাভাবে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, রফিক কিছুদিন ধরে অর্থসংকটে ভুগছিলেন। বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি। আত্মহত্যার আগে গতকাল দুপুরে রফিক তাঁর স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসেন। রাত ৯টার দিকে দরজা বন্ধ করে ঘরের ভেতর রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ওই সময় আশপাশের লোকজন বুঝতে পেরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আর্থিক দুর্দশার কারণে তিনি আত্মহত্যা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর