আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় মধ্যরাতে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ, আহত অনেক


নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক এক চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী ও বিএনপি নেতা ব্যবসায়ী আবদুল গফুরসহ আরো অনেকে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে সংঘর্ষ ও হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দেয় আতংক। এসময় জনতা গুলিসহ হাতেনাতে এক যুবককে আটক করে । আটক ওই যুবক নিষিদ্ধ সংগঠন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সুজন প্রঃ বোম সুজন বলে জানা যায়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এখনো কেউ থানায় অভিযোগ করেনি৷

অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে একজন অস্ত্রধারীকে আটক করে থানায় আনা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর