আজ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু,স্বজনদের অভিযোগ


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় মোহাম্মদ ইফতেখার (১৩)নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরটি মারা যায় বলে জানিয়েছে তার পরিবার।

নিহত কিশোর আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ি ইসহাক মিয়ার পুত্র। সে পীরখাইন মৌলানা আসরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিলেন ইফতেখার। বুধবার দুপুরে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. রুবেল তাকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেন। পরে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী কর্তব্যরত নার্স ইফতেখারকে ইনজেকশন পুশ করলে মারা যায় সে।

নিহত ইফতেখারের বাবা মোহাম্মদ ইসহাক বলেন, আমার ছেলেকে শ্বাসকষ্ট রোগের চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার আমার ছেলেকে ভর্তি দেয়। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন পুশ করার পর আমার ছেলে কাঁপতে কাঁপতে মুখে ফেনা এসে মারা যায়। ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সের অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর