আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৪নং বটতলী ইউনিয়নের নুর কামালের পুত্র মোহাম্মদ নাজিম উদ্দিন (২৫), ৭ নং সদর ইউনিয়নের বিলপুর গ্রামের মৃত হাজী আব্দুল মোতালেব এর পুত্র মোঃ আব্দুস সালাম (৫০), ৭ নং সদর ইউনিয়নের ডাকবাংলা সড়কের বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র মোহাম্মদ মনির উদ্দিন (২১), ৬ নং বারখাইন ইউনিয়নের টুনা গাজীর বাড়ি এলাকার মৃত সিদ্দিক আহমেদের পুত্র মোঃ হাসান (৬০)।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ারা থানা এলাকায় মাদক, পুলিশের উপর হামলা-মামলা এবং বিএনপি মিছিলে হামলা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply