আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা, গ্রেফতার ২


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম (৫৩) এবং উপজেলা যুবলীগ নেতা মো. সোহেল (৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বারশত ও বৈরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবদুর রহিম বারশতের বোয়ালিয়ার ভোলা মাঝির বাড়ির আবদুল খালেকের পুত্র এবং ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অপর মো. সোহেল বৈরাগ ইউনিয়নের বৈরাগ আব্দুস সালাম বাড়ির মো. জামালের পুত্র। তারা দুইজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২০ সালের ২০ অক্টোবর বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৭ অক্টোবর আনোয়ারা থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামী। তৌহিদ মিয়া (৩৪) নামের এক ব্যক্তি মামলাটির বাদী। সে মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১১২ জনকে আসামি করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার মামলায় ঘটনার দুইজনে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনই আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও রাজনৈতিক সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর