আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মিফতা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল মিফতা ওই এলাকার মো. ছৈয়দ নুরের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঘরের বাইরে উঠানে খেলতে যায় মিফতা। এক পর্যায়ে তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply