আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ এই অভিযান পরিচালনা করেন।এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ বলেন, আমরা কয়েকবার এসব দখলদারদের নোটিশের মাধ্যমে সতর্ক করেছি। তারপরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে সওজের অভিযান চলমান থাকবে।