আজ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় পালিয়ে আসা ২০রোহিঙ্গা জনাতার হাতে আটক


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০জন রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনাতা। বুধবার (০১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী জানায়, দুপুর ২০জন রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে আমাদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,২০ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।পরে তারা যেখান থেকে এসেছে সবাইকে সেই ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য যে,গত মাসের ১৩ ডিসেম্বরে ভাসানচর থেকে পালিয়ে যাওয়া পথে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডকে দেয় স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর