আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদসহ আনোয়ারা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকরা আনোয়ারার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে শীতের মৌসুমে বিভিন্ন স্থানে অবাধে মাটি কাটা বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালের দৌরাত্ম কমাতে মোবাইল কোর্ট পরিচালনা বৃদ্ধি, চাতরী চৌমুহনী বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরসনে উদ্যোগ গ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মতামত তুলে ধরেন।

সর্বশেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আনোয়ারা’র জনগণের কল্যাণে সরকারি নিয়মের মধ্যে থেকে যথাসাধ্য কাজ করে যেতে চাই। বিশেষ করে পারকি সৈকতের উন্নয়নে কাজ করতে ডিসি স্যারের নির্দেশনা রয়েছে। আগামীতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর