আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে স্মারকলিপি


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অপ্রসারণ এবং প্রশাসক নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়করা।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতারের কাছে এ স্মারকলিপি প্রদান করেন চট্টগ্রাম জেলা সমন্বয়করা। এ সময় চট্টগ্রাম কারা পরিদর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবাইরুল আলম মানিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সমন্বয়ক জুবাইরুল আলম মানিক বলেন, গণঅভ্যুত্থানে পর দেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারণ করা হলেও আনোয়ারায় বহাল তবিয়তে রয়েছে। চলমান ভোটার কার্যক্রম শুরু হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে দুর্ভোগে পড়েন। ৫ আগস্টের পর থেকে আওয়ামী দোসর সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেলে পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তাদের অপসারণ করে জনদুর্ভোগ লাঘবে প্রশাসক নিয়োগের দাবিতে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর