আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনন্দ পার্ক এন্ড রিসোর্টে দেহ ব্যবসা ও মাদকের আস্তানা নেপথ্যে মির্জা আমিন


মোঃ হাবিবুর রহমান >>> গাজীপুর জেলার শফিপুর তালতলি সিনাবহ বাজার এলাকায় আনন্দ পার্ক এন্ড রিসোর্টে দেহ ব্যবসা ও মাদকসহ সকল কিছু যেন প্রকাশ্যে।বিগত দিনে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই মাদক ও দেহ ব্যবসা।এলাকাবাসীর অভিযোগ; স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে এই পার্কে ঘুরতে এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, সকল স্তরের লোককে টাকা দিয়ে ম্যানেজ করেন পার্কের জি.এম মির্জা আমিন।পার্কটি ৬টি কটেজ রয়েছে সারাদিনে প্রতিটি রোমের ভাড়া সাত হাজার থেকে ১৫ হাজার টাকা এপর্যন্ত। এছকড়া ৩ তলা ভবন ১টি কম টাকার অনেক রুম রয়েছে, কাস্টমার আসলেই গুনতে হাজার হাজার টাকা। সরেজমিনে গিয়ে অনেক তথ্য উঠে এসেছে ক্রাইম পেট্রোল বিডির কেমেরায়। টাকা হলে সব মিলে আনন্দন পার্কে। মনে হয় দেখার কেউ নাই, তাদের এক উর্দতন কর্মকর্তা বলেন, প্রশাসন থেকে শুরু করে সবাইকে মেনেজ করে চালাতে হচ্ছে আনন্দ রির্সোট।সচেতন মহলের দাবি অচিরেই যেন এই পার্ক বন্ধ করা হয়। এই পার্কের সকল কার্যক্রম গাজীপুর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গাজীপুর এলাকার জনগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর