কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ পীর ছাহেব মরহুম হাফেজ আবদুল হাই (রহঃ) এর আজ ২২ জানুয়ারী ৭ম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও তরিকত সম্মেলন আজ ২২ জানুয়ারী (বুধবার) শুরু হয়ে ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার ) সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত। শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন মাহফিল ও ত্বরিকত সম্মেলনে ভক্ত অনুরক্ত ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত বুধবার দুপুর থেকে মাহফিলে যোগ দিবেন। এ মাহফিলে লক্ষাধিক মানুষের জন্য খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়েছে। যার সম্পুর্ন ব্যয় ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ। শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবার খুটাখালী উচ্চ বিদ্যালয় ময়দানে আজ বুধবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল। বৃহস্পতিবার বাদে ফজর খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুর হোছাইন মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করবেন।
হাফেজ আবদুল হাই (রহঃ) ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলে দেশের ওলামায়ে কেরাম, আলেম ওলামা মাহফিলে উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহন করবেন।