আনোয়ারা প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পরৈকোড়া ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি)।
আলী আকবরের সঞ্চালনায় ৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আলী ডিলার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর।
এসময় বক্তব্য রাখেন,আনোয়ারা উপজেলা বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দীন আনছারী, আনোয়ার ডিলার, মোজাম্মেল হক চৌধুরী, প্রদীপ ধর, হাসান জিয়াউল ইসলাম চৌধুরী, নূর মোহাম্মদ, নজরুল ইসলাম, নাসিরুল ইসলাম, শাহজাহান মিয়া, নুরুল ইসলাম, সালামত আলী মেম্বার, মুফিজ উদ্দীন রানা, এম এ হান্নান রহিম তালুকদার, মোহাম্মদ আলী, শরাফত আলী মেম্বার, জসিম উদ্দীন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ এরশাদ, জসিম, ফারুক, পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ তাজুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি) বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। আজকের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে ঢাকার রাজপথে নেমে আসে।
এ বিস্ফোরণের মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতি সত্তা লাভ করে বাংলাদেশ। এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি,মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। কোন নেতাকর্মী, সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দেয়নি।এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবিলম্বে নির্বাচন দিয়ে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
Leave a Reply