মোঃ রবিউল হোসেন খান, খুলনা:
আওয়ামীলীগ জনগণের রাজনীতি বিশ্বাস করে না। শেখ মুজিব সর্ব ক্ষমতা গ্রাস করে ৭৫ সালে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। শুধু মাত্র একটি রাজনৈতিক দল রেখেছিল বাকশাল।৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। তখন দক্ষিন অঞ্চলের মানুষ বলতো আমাদের ভাতের দরকার নেই একটু মাড় দেন।দুর্ভিক্ষে তখন না খেয়ে অনেক মানুষ মারা গিয়েছিল আর তাদের লাশের উপর দিয়ে শেখ মুজিব জুলি ও কুরি শান্তি পুরস্কার নিয়েছিলেন। তিনি আরো বলেন, আপনারা জানেন ৭৩ সালে শেখ মুজিব নির্বাচন দিয়েছিলেন সেখানে শেখ মুজিবের খুনি হিসেবে তারা জানেন খন্দকার মোশতাককে।কিন্তু তাকে জেতাবার জন্য কুমিল্লা থেকে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে পরে খন্দকার মোশতাক কে বিজয়ী ঘোষণা করেন। মুক্তি্যুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল।তিনি জাসদের সভাপতি ছিলেন। তিনি বরিশাল থেকে নির্বাচন করেছিলেন কিন্তু তাকে হারানোর জন্য ব্যালট বরিশাল থেকে ঢাকায় হেলিকপ্টার করে এনে ব্যালট গুনে বললেন তিনি হেরে গেছেন। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে নির্বাচন বলে কিছু ছিল না।
১৭ নভেম্বর মজলুম জননেতা আবুল হামিদ খান ভাষানির মৃত্যু বার্ষিকী। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি।তিনি যখন আওয়ামীলীগ থেকে বেরিয়ে যেয়ে ন্যাপ করলেন। যে হোটেলে তিনি মিটিং করছিলেন সেখানে শেখ মুজিব তার গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে আক্রমন করে মিটিং পন্ড করে দেন।মহানগর বিএনপি অফিসে আমরা মিটিং করছিলাম নজরুল ইসলাম খানকে নিয়ে মিটিং করছিলাম সেখানে আমাদের পার্টি অফিসে হামলা চালিয়ে দরজা ভেঙে মহানগর বিএনপি সদস্য সচিব সহ মহিলা নেতৃদের পুলিশ ধরে নিয়ে যায়।আমাদের অপরাধ আমরা মিটিং করতে দেবে না কথা বলতে দেবে না।বিএনপি সত্য বলে ও ন্যায় বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। বিএনপি রাজনীতি করতে পারবে না।দেশ নায়ক তারেক রহমানকে একজন বিচারক জামিন দিয়েছেন কিন্তু পরিশেষে তাকে জীবন বাচাতে মালয়েশিয়া চলে যেতে হয়েছিল। আজ ১৩ নভেম্বর সন্ধা ৬ টায় খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে ১২ নং ওয়ার্ড বিএনপি দ্ধি বার্ষিক নির্বাচনে মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার কালে এ কথা বলেন।
১২ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান,হাবিবুর রহমান বিশ্বাস,খুলনা জাসাসের যুগ্ম আহবায়ক আইনুন নিশাত। সন্মেলনে উদ্ভোধন করেন খালিশপুর থানা বিএনপি আহবায়ক শেখ জাহিদুল ইসলাম।সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আবুর রহমান,শেখ সাদী, রেহানা ঈসা, এ্যাড: নুরুল হাসান রুবা প্রমুখ। সভা পরিচালনা করেন খুলনা মহানগর বিএনপি সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস। দ্ধিতীয় অধিবেশনে কাউন্সিলদের গোপন ব্যালটে সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক খোদাবক্স কোরাইশি কাল্লু ও সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুলকে নির্বাচিত ঘোষণা করা হয়।