চট্টগ্রাম শহরের পাচলাইশ সুগান্ধা আবাসিক ১নাম্বার রোড়স্থ নব প্রতিষ্ঠিত শিশুদের বিশেষায়িত স্কুল ১৫ জানুয়ারি আইস ব্রেক সেশনের মধ্যা দিয়ে কথা কলি স্কুলের ২০২৫ শিক্ষা বর্ষ শুরু।
সেশন উদ্বোধন উপলক্ষ্য শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন স্কুলের অন্যততম উদ্যোক্তা চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের ও ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ খান। আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য এমএ হুসাইন,মোহাম্মদ ফরিদুল আলম, আনোয়ার উদ্দিন। স্কুলের প্রধান শিক্ষক সুস্মিতা বড়ুয়া,মুর্শিদা খানম,তাসনিম প্রমুখ।
Leave a Reply