আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিউতে চিকিৎসাধীন সেই চিকিৎসক ডা. সামিনার মৃত্যু


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন সেই চিকিৎসক ডা. সামিনা আক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ।

তিনি বলেন, দু’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন ডা. সামিনা।

এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি রেডিসন ব্লু-র সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, ডা. সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। মাথায় মারাত্মক আঘাত ছিল, বুকের হাড়ও ভেঙে গেছে। ডা. সামিনা আক্তার ইউএসটিসি’র সাবেক ছাত্রী। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন তিনি। গ্রামের বাড়ি ফেনী। মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর