আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইপিএলের চেয়ে কঠিন ঢাকা প্রিমিয়ার লিগ,দাবি ভারতীয় ক্রিকেটারের


স্পোর্টস ডেস্ক>>> ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রসুল মনে করেন,প্রতিযোগিতার দিক থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আইপিএলের চেয়েও কঠিন।চার মৌসুম আইপিএলে খেলা এই ক্রিকেটার বাংলাদেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ টুর্নামেন্টের অভিজ্ঞতা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এখানে প্রতিটি ম্যাচই এক ধরনের পরীক্ষা,যেখানে টিকে থাকার লড়াই করতে হয়।পারভেজের জানান আইপিএলে পুরো মৌসুমের জন্য খেলোয়াড়দের সাথে চুক্তি করা হয়। খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গে রাখা হয়।কয়েকটি ম্যাচ খারাপ করলেও পুরো মৌসুমে দলের অংশ হিসেবে থাকতে পারে ক্রিকেটাররা।কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে বিষয়টা একেবারেই আলাদা।এখানে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। যদি ভালো খেলতে পারেন,তাহলে দলে টিকে যাবেন, না হলে ফেরার টিকিট কাটা হয়ে যাবে।আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ।এখানে ক্রিকেটাররা মোটা অঙ্কের পারিশ্রমিক পান,নিলামে অনেকেই কোটিপতি হয়ে যান।বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন,এমনকি এই টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও বিশেষ উইন্ডো রাখা হয়।তবে পারভেজের মতে,জনপ্রিয়তা,আয়োজন বা পারিশ্রমিকের দিক থেকে আইপিএল যতই বড় হোক না কেন,পারফরম্যান্সের ভিত্তিতে কঠিন চ্যালেঞ্জের জায়গা থেকে ঢাকার লিগই এগিয়ে।কারণ এখানে ধারাবাহিক পারফরম্যান্স না থাকলে জায়গা ধরে রাখা কঠিন।২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,সানরাইজার্স হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলেছেন পারভেজ।তবে চার মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলতে পেরেছেন, যেখানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৭ রান।এরপর আইপিএলে দল না পাওয়ায় তিনি ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে আসেন।এখন পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চারটি মৌসুম খেলেছেন।ঢাকা লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সেটি বোঝাতে গিয়ে পারভেজ বলেন, “অনেক বড় বড় আন্তর্জাতিক ক্রিকেটার এখানে এসে খেলেছেন, কিন্তু কয়েক ম্যাচের মধ্যেই পারফরম্যান্স করতে না পারায় দেশে ফিরে গেছেন। নাম বলব না, তবে অনেক তারকাই এখানে এসে সফল হতে পারেননি।”ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী আসর। ১৯৭৩-৭৪ মৌসুমে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২০১৩-১৪ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পায়।দেশের পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও এই লিগে খেলার অভিজ্ঞতা পেয়েছেন।ভারতের অরুণ লাল, ওয়াসিম জাফর,অজয় জাদেজা, পাকিস্তানের ওয়াসিম আকরাম, সেলিম মালিক,মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা,ইংল্যান্ডের নিল ফেয়ারব্রাদারসহ অনেক তারকা এই লিগে খেলেছেন।পারভেজ রসুলের মন্তব্য হয়তো বিতর্কের জন্ম দিতে পারে, তবে তার অভিজ্ঞতা বলছে, পারিশ্রমিকের দিক থেকে না হলেও প্রতিযোগিতার চাপ ও টিকে থাকার লড়াইয়ে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কঠিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর