আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনমন্ত্রীর ২০ ভাগের একভাগ সময় আমার: রুমিন ফারহানা


নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল পাসে সংসদে আইনমন্ত্রী আনিসুল হক যেসব কথা বলেছেন, তার প্রতিটির জবাব দেওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আইনমন্ত্রীর প্রতিটি কথার জবাব দেওয়া যায়। কিন্তু তার তুলনায় আমার সময় ২০ ভাগের মাত্র একভাগ। তাই তার সব কথার জবাব দেওয়া সম্ভব নয়। এ দেশে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো ক্ষমতা উনার নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। আমরা যে কোনো বিষয়ে একটা ইলোশন তৈরি করার জন্য রাষ্ট্রপতিকে সামনে নিয়ে আসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর