কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে অস্ত্র বিক্রি করতে এসে মো. আলম (৩৪) নামের এক রোহিঙ্গা যুবক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েছে।এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজি ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।আগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে র্যাব’র একটি দল কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নের তোতুকখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।র্যাব জানিয়েছে, আটক রোহিঙ্গা দেশি-বিদেশি অস্ত্র বেচাকেনায় জড়িত। তার বিরুদ্ধে সম্প্রতি টেকনাফের পাহাড়ে সক্রিয় অপহরণকারী চক্রের কাছে অস্ত্রের জোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে।
আটক আলম টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পের ব্লক এইচ’র বাসিন্দা ওমর হাকিমের ছেলে। তারা ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
কামরুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের মুছনী এলাকা ও পাশের হ্নীলা এলাকায় অপহরণকারীরা দেশি-বিদেশি অস্ত্র দিয়ে বিভিন্ন পেশার মানুষজনকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ ও মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছেন। এসব ঘটনা যাচাই এবং অপহরণকারী ও তাদের অস্ত্রের উৎস এবং জোগানদাতাদের শনাক্তকরণে র্যাবের একটি গোয়েন্দা দল কার্যক্রম শুরু করেন। তিনি আরও জানান, ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে র্যাব’র একটি দল গোপন সুত্রে অস্ত্র বেচাকেনার খবর পেয়ে কক্সবাজার সদরের পিএমখালীতে অভিযানে যায়। র্যাব’র উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিক আলমকে অস্ত্রসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে টেকনাফের হ্নীলা এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পের অপহরণকারীদের চাহিদা অনুযায়ী অস্ত্র সরবরাহ করে আসছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব’র এ কর্মকর্তা। সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর ব্যবহৃত জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র উদ্ধার করেন।
শ.ম.গফুর: কক্সবাজার প্রতিনিধি,
Leave a Reply