আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ট্রিয়ায় লকডাউন প্রত্যাহার তুলে নিল অস্ট্রিয়া


আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারী রোধ করতে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য কড়া লকডাউন জারি করেছিল অস্ট্রিয়া। এবার সেই বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি। ২৭ জানুয়ারি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহ্যামার জানান, বিশেষজ্ঞরা তার মন্ত্রিসভাকে জানিয়েছেন, দীর্ঘদিন লকডাউন রেখে বিশেষ লাভ হবে না। সে কারণেই যারা টিকা নেননি তাদের জন্য ঘোষিত লকডাউনও তুলে দেওয়া হয়েছে।

তবে টিকা না নেওয়া ব্যক্তিরা রেস্তোরাঁয় যেতে পারবেন না। নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য কোথাও প্রবেশ করতে পারবেন না। যদিও বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাদের।

এদিকে এই সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে, তখন দেশটিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ ভয়াবহ আকার ধারন না করলেও হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা এবং আইসিইউ ফাঁকা আছে। নতুন ঢেউয়ে মানুষ সংক্রমিত হলেও খুব বেশি অসুস্থ হচ্ছেন না। সে কারণেই লকডাউন পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর