আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অসহায় মেয়ের দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি


কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপির স্থানীয় বাসিন্দা মো: মুসলিম উদ্দীনের পরিবারের একমাত্র উপার্জক ছিলেন তিনি,কিন্তু পাঁচ বছর আগে মুসলিম উদ্দীনের মৃত্যু হলে ২ মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী,গত এক বছর আগে মুসলিম উদ্দীনের বড় মেয়ে তামান্নার বিয়ে ঠিক হয় পাশের এলাকার মুহাম্মদ সাইফুল ইসলামের সাথে, সব কিছু সবকিছু ঠিকঠাক থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে গত এক বছর ধরে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে না তামান্না,খবর পেয়ে তামান্নার দায়িত্ব নিয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন কর্ণফুলী উপজেলা বিএনপি।

(২০ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলার ক্রসিং মেগা কনভেনশন হলে অন্যান্য সব বিয়ার মতোই সামাজিক সকল নিয়ম কানুন মেনেই সম্পন্ন হয় নবদম্পতির বিবাহ অনুষ্ঠান।

বিবাহ অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের,কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক মো নুরুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক শাহাজান জুয়েল,জেলা যুবদল নেতা শওকত আলী সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় মো: ইসমাইল জানান, তামান্নার বাবা মুসলিম উদ্দীন অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন,তার মৃত্যুর পর দুই মেয়ে নিয়ে অনেক কষ্টে দুই মেয়েকে বড় করেন তার স্ত্রী গত বছর বিয়া ঠিক হয়ে ভেঙ্গে যাওয়ার অবস্থায় বিষয়টি একদিন আমি জানতে পেরে কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া ও সদস্য সচিব হাজ্বী মো: ওসমান এবং কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলামকে জানালে তারা তামান্নার খুজ খবর নিয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন,এবং আজ অন্য সব বিয়ার মতোই জমকালো আয়োজনে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বর-কনে ও তাদের আত্মীয়-স্বজনসহ প্রায় তিন-শতাধিক অতিথি অংশ নেন। এমন মহৎ উদ্যোগে সাড়া পেলেছে পুরো উপজেলা জুড়ে,এমন উদ্যোগে সাধুবাদ জানান বিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর