আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু


ফাঁসির অভিনয় করতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছেন সালমা (১৩) নামের কিশোরী। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বেলা একটার দিকে শহরতলীর দরিয়ানগর বড়ছরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত সালমা ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী আহমেদ গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন মিলে একসঙ্গে খেলা করছিলেন সালমা। এসময়ই কিভাবে ফাঁস লাগে তা অভিনয় করতে দেখাতে গিয়ে নিজেই ফেঁসে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপোর্ট লিখা কালে হতভাগা কিশোরীর লাশ হাসপাতালে হয়েছে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সেলিম উদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে। তবে, আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর