আজ ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভয়নগরে গড়াই বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত ১০ জন।


মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত বুড়োর দোকান নামক স্থানে গড়াই বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা ঋষিপাড়া সুভোদ দাসের ছেলে সুখদেব(৩৫) আজ ১৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বের হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হন।দুপুর সাড়ে ১২ টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত বুড়োর দোকান নামক স্থানে পৌছালে খুলনাগামী গড়াই নামের বাস তাকে সাজোরে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটি দুমড়ে, মুচড়ে যায়। এছাড়াও আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায় নি। তিনি পেশায় একজন টায়ার ব্যাবসায়ী ছিলেন। তার ব্যাবসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ এলাকার ভাটিয়াপাড়ায় অবস্থিত।তার পরিবার সহ সেখানে ভাড়া নিয়ে থাকতেন।নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, যাত্রীবাহী গড়াই নামের বাসের সাথে দুর্ঘটনার ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর