রাকিব ইদ্রিস
সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে কথা বলে আন্দোলন তুলে নিয়েছিল টি এন জেট কোম্পানির ১২ হাজার শ্রমিক,দুপুর ২ টা থেকে চারটা পর্যন্ত স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারে কিন্তু বিকাল ৪ টার পর থেকে ফের আন্দোলনে নামেন শ্রমিকরা,যার কারণে আবারও তীব্র যানজটের সম্মুখীন হতে হয় ঢাকা ময়মনসিং মহাসড়কের যাত্রীদের। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় যে তারা নগদ বেতন না নিয়ে সড়ক থেকে আন্দোলন উঠাবে না।
শ্রমিকরা বলেন, তিন মাস যাবৎ আমাদের বেতন পরিশোধ করা হচ্ছে না,তারিখের পর তারিখ দিয়ে আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে অথচ আমরা বাসা ভাড়া দিতে পারছি না সন্তানদের স্কুল বেতন মাদ্রাসার বেতন দিতে পারছি না,ঘরে খাবারের মত দুমুঠো চাউল নেই যার কারণে নাজেহাল অবস্থা আমাদের তাই কোন আশ্বাসে কাজ হবে না নগদ বেতন যতক্ষণ পর্যন্ত পরিশোধ করা না হবে আমরা আন্দোলন প্রত্যাহার করব না।
এইদিকে সেনাবাহিনীর নানা প্রচেষ্টায় শ্রমিকদেরকে আন্দোলন উঠে নেওয়ার প্রয়াস চালাচ্ছেন,কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না শ্রমিকরা রাতেও রাস্তায় অবস্থান নিবে বলে জানিয়েছে। শ্রমিকদের ৩২ জনের একটি প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে সচিবের সাথে সাক্ষাতের জন্য গিয়েছে,শ্রমিকরা প্রতিনিধি দলের ফিরে আসা পর্যন্ত সড়কেই অবস্থান করবে বলে জানান।