ব্রাহ্মনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিকে শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব, বর্ণিল শিবগঞ্জ বার্তা,মোকামতলা মডেল প্রেসক্লাব, শিবগঞ্জের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন)।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, আমি রাষ্ট্রের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। আমার এই পদোন্নতির মাধ্যমে মানুষের সেবার দায়িত্ব বেড়ে গেলো। আমার নতুন কর্মস্থলে সাধারণ মানুষকে সঠিক সেবা যেনো দিতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
রবিউল ইসলাম, বগুড়া প্রতিনিধি,
Leave a Reply