আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৩শত টাকার জন্য রোজাদার’কে পিটিয়ে হত্যা!


শ.ম.গফুর/সেলিম উদ্দিন >>> টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় পাওনা টাকা চাওয়ার জের ধরে দিদার আহমদ মুন্সি (৫৫) নামে এক রেজাদার’কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুরগী বিক্রির পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ।সোমবার দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান দিদার । তিনি হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দিদার আহমদ মুন্সি হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা স্টেশনস্থ আবুল হাসেম (৩৮)’র মুরগীর দোকান থেকে বাকিতে একটি মুরগী ক্রয় করেন।মুরগী ক্রয় করার দীর্ঘদিন পর্যন্ত বকেয়া ৩শত টাকা পরিশোধ না করায় সোমবার দুপুরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ বাকবিতণ্ডার একপর্যায়ে হোয়াইক্যংয়ের উলুবনিয়ার হাজ্বী আব্দুল হাকিমের পুত্র আবুল হাসেম দিদার’কে মারধর করেন । মারধরের এক পর্যায়ে দিদার মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন৷উখিয়ার পালংখালী তাজমান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফেজ আব্দুল কাদের বলেন, দুপুর দেড়টার দিকে দিদার নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় ৷ হাসপাতালে নিয়ে আসার প্রায় ২০/৩০ মিনিট আগেই সে মারা যায় ৷ তবে মৃত ব্যাক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই বলে জানান তিনি৷হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাহের হোসেন জানান, ঘটনা সম্পর্কে জানার সঙ্গে-সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর