আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

২১ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে পরিদর্শন করবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার


অনলাইন ডেস্ক

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামী ২১ শে জানুয়ারি চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর জেটিতে (জিসিবি-৬) বেড়ানো এমবি গোল্ডেন স্টার জাহাজে পরিবাহিত মায়ানমার থেকে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানিকৃত চাল খালাস কার্যক্রম পরিদর্শন করবেন।

সাথে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল খালেক সহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও আঞ্চলিক খাদ্য বিভাগ, বন্দর ও স্থানীয় বিভিন্ন অধিদপ্তরের ও প্রসাশনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

জাহাজটি ২২ হাজার টন চাল নিয়ে মায়ানমারের ইয়াংগন বন্দর থেকে ১৬ জানুয়ারি চট্টগ্রাম বহির্নোঙরে আগমন করে। ১৭ ই জানুয়ারি চট্টগ্রাম বন্দরের মেইন জেটি তথা জেনারেল কার্গো বার্থ (জিসিবি)-৯ এ ভিড়েছিল। ১৯ জানুয়ারি দুপুরে জিসিবি-৯ থেকে শিফ্ট হয়ে জিসিবি-৬ আসে। জি টু জি চুক্তি নম্বর ১ এর অধীনে মায়ানমার থেকে ১০৫,০০০ টন চাল আনা হচ্ছে। সরবরাহকারী ও জাহাজের স্থানীয় এজেন্ট সেভেন সীজ শিপিং লাইন্স।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর