আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হারুয়ালছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার


এইচ.এম.সাইফুদ্দীন : ভূজপুর হারুয়ালছড়িতে অগ্নিকাণ্ডে দরিদ্র দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আগুনে দুইটি বসতঘর ও রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ৮ এপ্রিল বুধবার দিবাগত রাত ২ টার দিকে হারুয়ালছড়ি ইউপির পূর্ব ফটিকছড়ি গ্রামের হাজী নজির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আবুল কাসেমের বসতঘরে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল সেখানে আসেন। ততক্ষণে এলাকাবাসীর এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে মোহাম্মদ আবুল কাসেম ও বিধবা শাহেরা খাতুনের বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে তাদের কাপড়-চোপড় থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবুল জানান,কিস্তির দেয়ার জন্য রাখা ৭০হাজার টাকা ছিল তাও আগুনে পুড়ে নিঃস্ব করে দিয়েছে।আগুনে শেষ সম্বলটুকুও নিয়ে গেছে ।

স্থানীয় বিএনপির নেতা জানে আলম বলেন, আগুনে নিঃস্ব দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের সহযোগীতা করা সবার দায়িত্ব।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অঅগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর