আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড়” এর শীতবস্ত্র সংগ্রহ কর্মসূচির উদ্ভোদন


আব্দুল জব্বার , লংগদু (রাঙ্গামটি)

সোমবার ১১ নভেম্বর রাঙ্গামটি জেলার লংগদু উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের আয়োজনে শীতার্থ মানুষদের সহযোগিতা করার জন্য ব্যবহার উপযোগী বস্ত্র সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। “মানবতার কল্যানে ঐক্যবদ্ধ মোরা ভ্রাতৃত্বের বন্ধনে” এই স্লোগানকে সামনে রেখে শীতার্থ মানুষদের সহযোগিতার জন্য উপজেলার স্থানীয় বাইট্টাপাড়া বাজার যাত্রীছাউনীতে এ শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রম শুরু করে ছায়ানীড়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র সংগ্রহের কাজ চলবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, সাধারন সম্পাদক আল আমীন ইমরান,  সাংগঠনিক সম্পাদক খন্দকার নাছির আহমেদ, ওসমান গণি, সাংবাদিক এরশাদ, তাজ মাহমুদ, ক্বাজী আহম্মদ আলী, জাহিদুল ইসলাম, খালিদ হোসাইন, মামুনুল ইসলাম, শামীম আলম প্রমুখ।

শীতার্থ মানুষের জন্য ব্যবহার উপযোগী বস্ত্র সংগ্রহ কার্যক্রম শুরুর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি হারুনুর রশীদ বলেন সামনে শীতকাল আসছে। এই প্রচন্ড শীতে দরিদ্র মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যবহার উপযোগী বস্ত্র সংগ্রহ করে তাদের মাঝে বিতরণ করার। যারা শীত বস্ত্র কিনতে পারে না তাদের মাঝে আমরা এ বস্ত্র বিতরণ করে গরীব ও অসহায়দের পাশে দাড়িয়ে তাদের কষ্ট দুর করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের সকল মানুষের প্রতি তিনি এ মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর