আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে মির্জা আহমদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ 


২৬শে মার্চ স্বাধীনতা দিবস। এ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মির্জা আহমদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কোমল মতি ছাত্র,ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি, প্রধান শিক্ষক, ও শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিতে শপথ বাক্য পাঠ হয়। ২০২২ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্ণ হয়। স্বাধীনতা দিবস আজও তরুণ প্রজন্মের কাছে এগিয়ে যাওয়ার প্রেরণা। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে গর্বিত জাতি ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। দীর্ঘ নয় মাসের সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। স্বাধীনতা দিবস আজও তরুণ প্রজন্মের কাছে এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রেরণা যোগায় নিষ্ঠার পথে নির্ভীক যোদ্ধা হওয়ার। শুধু একটি দিবস হিসেবে নয়, এর বর্ণচ্ছটায় বদলে যায় জীবনের গতিপথ, সাহস যোগায় নতুন শপথ নেওয়ার। আর এ কারণেই স্বাধীনতা দিবসের তাৎপর্য এত বেশি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর