আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনালি শৈশবের আলপনা’ বইয়ের মোড়ক উন্মোচন


চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মহেশখালীর বিশিষ্ট কবি মাওলানা হেদায়ত উল্লাহ-এর তৃতীয় গ্রন্থ ‘সোনালি শৈশবের আলপনা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৮ মার্চ আগ্রাবাদস্থ নিজ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বইটি তার প্রথম পুত্র সাফওয়ান আদিব-এর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচিত।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, প্রভাষক মাদ্রাসা মাওলানা ড. মুহাম্মদ আব্দুল জলিল, আগ্রাবাদস্থ শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দীন মজিদী, সাংবাদিক সোহেল তাজ-সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা কবি মাওলানা হেদায়ত উল্লাহর সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তার লেখা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, ‘সোনালি শৈশবের আলপনা’ শুধু একটি সাহিত্যগ্রন্থ নয় বরং শৈশবের স্মৃতি অনুভূতি ও পারিবারিক ভালোবাসার এক অনন্য দলিল।

উল্লেখ্য কবি মাওলানা হেদায়ত উল্লাহ ইতোপূর্বে ‘মানবতার আর্তনাদ’ ও ‘মানুষ হওয়ার স্বপ্ন’ নামে দুটি বই প্রকাশ করেছেন। সাহিত্য অঙ্গনে তিনি একজন প্রতিশ্রুতিশীল লেখক হিসেবে পরিচিত। তার লেখনী ধর্ম সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন দিককে কেন্দ্র করে গড়ে ওঠে।

কবি মাওলানা হেদায়ত উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা তার লেখালেখিতে নতুন মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং আগত অতিথিদের মাঝে গ্রন্থের কপি বিতরণ করা হয়।

চা-সংবাদ২৪.কম/এস.টি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর