আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনাইছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার:এক ডাকাত গ্রেফতার!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্রসহ বেকসান মিয়া (৩৪) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় তামাক ক্ষেত থেকে তাকে আটক করা হয়।আটক বেকসান মিয়া নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নেহের সোলাইমান গ্রামের মোহাম্মদ সোলাইমান মিয়া’র ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে বেশ কয়েকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে স্থানীয়রা সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত সদস্যের একজন উত্তেজিত হয়ে এনামুল হক নামে একজনের মাথায় অস্ত্র তাঁক করে। পরে ওই ব্যক্তি ডাকাতের উপর ঝাপিয়ে পড়ে চিৎকার শুরু করে। পরে আশেপাশের স্থানীয় লোকজন জড়ো হলে ডাকাত দলের অন্য সদস্যরা ভয়ে পালিয়ে গেলেও অস্ত্রসহ বেকসান মিয়া নামে একজনকে আটক করে স্থানীয়রা।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। একইসাথে দেশীয় তৈরি অস্ত্র ও ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর